ভোলায় স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

ভোলায় স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে মো. বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. বিল্লাল হোসেনের বাড়ি দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন ঢাকায় গাড়ি চালাতেন। ওই সময় তার সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে বিল্লালের স্ত্রী শাহনাজ বিষয়টি টের পেয়ে গেলে এ নিয়ে তদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এর জেরে ২০১৭ সালের ২ জুন রাতে জেলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নে আসামি তার নিজ ঘরে ঘুমের মধ্যে স্ত্রী শাহনাজ বেগমকে গলা কেটে হত্যা করে। এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে স্ত্রীকে কম্বল দিয়ে পেঁচিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় বিছানায় থাকা তার ছোট শিশু কন্যা মোহনাও (১) আগুনে পুড়ে মারা যায়।

পরে তিনি আদালতে জবানবন্দিও দেন। শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সৈয়দ আশরাফ হোসেন লাবু ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন স্বপন কৃষ্ণ দে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ আশরাফ হোসেন লাবু জানান, স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার ভোলা জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হক ৩০২ ধারায় বিল্লাল হোসেনকে মৃত্যুদণ্ড এবং ২০১ ধারায় দশ বছরের কারাদণ্ড প্রদান করেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ