চট্টগ্রামে ৪০ লাখ টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ, জরিমানা ১০ লাখ

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় নকল ওষুধের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ও অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় গোডাউনের মালিক মো. আলীকে (৪৫) আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর মনসুরাবাদ পাসপোর্ট অফিসের পাশে আলী স্টোরের গুদামে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোডাউনে অভিযান পরিচালনা করে ১৬ ধরনের যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৩০-৪০ লাখ টাকা। প্রতিষ্ঠানটি ব্যবসা পরিচালনার জন্য ওষুধ প্রশাসনের কোনো ড্রাগ লাইসেন্স নেয়নি। কোনো প্রকার অনুমতি ছাড়াই গোপনে ব্যবসা পরিচালনা করে যাচ্ছিল।

তিনি আরও জানান, এসব অভিযোগে আলী স্টোরের মালিক আলীকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। জব্দকৃত ওষুধগুলো বিধি মোতাবেক ধ্বংস করা হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: