শ্বাসকষ্ট নিয়ে লাইফ সাপোর্টে আবুল হাসানাত আবদুল্লাহ

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পরে রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।

সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ব্যক্তিগত সচিব (পিএস) খায়রুল বাশার গণমাধ্যমকে জানান, আবুল হাসানাত আবদুল্লাহ বেশ কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে থাকা অবস্থায় তাঁর শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। পরে মঙ্গলবার তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

খায়রুল বাশার আরও জানান, তাঁর হৃদযন্ত্রে রক্ত সঞ্চালনে সমস্যা হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্কয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের একটি সূত্র জানিয়েছে, হাসপাতালে ভর্তির সময় আবুল হাসনাত আবদুল্লাহ’র শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। যে কারণে তাকে তাৎক্ষণিকভাবে লাইফ সাপোর্টে নেয়া হয়। তাঁর হার্টের অবস্থাও ভালো নয়।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ