বরিশালে যৌতুক না পেয়ে স্ত্রীর পায়ের রগ কাটলো স্বামী

বরিশালের বানারীপাড়া উপজেলায় যৌতুকের বকেয়া ২ লাখ ৬৪ হাজার টাকা না পেয়ে স্ত্রী হ্যাপি বেগমের পায়ের রগ কেটে দিয়েছে স্বামী মো. রাসেল। শনিবার সকালে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রাসেল উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের হাওড়াবাড়ি এলাকার হাসান বালীর ছেলে। তাদের রিমি (৯) ও রাতুল (সাড়ে ৩) নামের দুটি সন্তান রয়েছে।

আহত হয়ে চিকিৎসাধীন হ্যাপি বেগম জানান, ১০ বছর আগে রাসেলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। তাদের রিমি (৯) ও রাতুল (সাড়ে ৩) নামের দুটি সন্তান রয়েছে। যৌতুকের তিন লাখ টাকার জন্য দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল রাসেল। যৌতুকের চাহিদা মেটাতে স্বর্ণালংকার বন্ধক রেখে ৩৬ হাজার টাকা দিলেও বাকি টাকার জন্য নির্যাতন অব্যাহত থাকে।

এদিকে হ্যাপি দীর্ঘদিন ধরে জরায়ু সমস্যায় ভুগলেও রাসেল তাকে চিকিৎসা করায়নি। শুক্রবার রাতে অসহ্য যন্ত্রণায় হ্যাপি চিকিৎসার জন্য স্বামীকে অনুরোধ জানালেও যৌতুকের বাকি টাকা এনে চিকিৎসা করাতে বলে রাসেল। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

তিনি অভিযোগ করেন, শনিবার সকালে হ্যাপি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য রওনা হলে রাসেল ও তার পিতা হাসান বালী হ্যাপির পিছু নেয়। বানারীপাড়া পৌর শহরের হাইস্কুল সংলগ্ন দুলাল বালীর বাড়ির সামনের রাস্তায় রিকশার গতিরোধ করে হ্যাপিকে টেনে-হিঁচড়ে নামিয়ে বেদম মারধর করা হয়। বাসা থেকে বের হওয়ার শাস্তি হিসেবে রাসেল ধারালো চাকু দিয়ে তার বাম পায়ের রগ কেটে দেয়। এ সময় হ্যাপি ও তার শিশু পুত্রের চিৎকারে পথচারীরা জড়ো হলে তারা দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি দেখে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত মো. রাসেল বলেন, আমার স্ত্রীর একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে। শনিবার সকালে ব্যাগ ভর্তি কাপড়চোপড় নিয়ে বাড়ি থেকে অন্যত্র চলে যাওয়ার উদ্দেশে বের হলে পায়ের রগ কেটে দিই। তবে যৌতুকের টাকার জন্য হামলা চালানো হয়নি বলে দাবি করেন রাসেল।

বানারীপাড়া থানার ওসি হেলাল উদ্দিন বলেন, পৌর এলাকায় স্ত্রীর রগ কেটে দিয়েছে স্বামী- বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে মেয়েটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সম্পদ অর্জনে এমপিদের চেয়ে চেয়ারম্যানরা এগিয়ে, টিআইবির বিশ্লেষণ May 06, 2024
img
হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি May 06, 2024
img
রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট May 06, 2024
img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024
img
পাঁচ দিনের সফরে ঢাকায় আইওএম'র মহাপরিচালক May 06, 2024
img
রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে নামল শিলাবৃষ্টি May 05, 2024
img
রিয়াদ-হৃদয়ের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটের জয় বাংলাদেশের May 05, 2024
img
তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি: পরীমণি May 05, 2024