ভালো আছেন ট্রাম্প, দেয়া হচ্ছে রেমডিসিভির

করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক শন কনলে। ট্রাম্প এখন ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।

হাসপাতালে নেয়ার পর ট্রাম্পের বর্তমান শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে শনিবার গণমাধ্যমের সামনে আসেন ডা. শন কনলি। এসময় ডা. শন বলেন, বাড়তি সকর্তকার জন্যই প্রেসিডেন্ট ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে এখনো কৃত্রিম ভাবে অক্সিজেন দেয়ার প্রয়োজন পড়েনি। তিনি স্বাভাবিক ভাবেই শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন।

শন কনলি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাড়ি ফিরতে চাইছেন। গত ২৪ ঘন্টায় তাঁর শরীরে কোনো জ্বর নেই। তিনি বেশ সুস্থ এখনো।

ট্রাম্পকে অসাধারণ ও বহুমাত্রিক উপায়ে যত্ন নেয়া হচ্ছে উল্লেখ করে শন কনলির সহযোগীরা জানান, ট্রাম্পের শরীরে কোনো গুরুতর পরিস্থিতি লক্ষ্য করা যায়নি। তিনি বেশ ভালোই আছেন। তবে তাকে রেমডিসিভির দেয়া হচ্ছে।

চিকিৎসকরা জানান, মেলানিয়া ট্রাম্পের অবস্থা অনেক ভালো। যে কারণে তাকে হোয়াইট হাউসেই আইসোলেশনে রাখা হয়েছে। দুজনের শরীরেই নিয়মিত হাইড্রোক্সিক্লোরোকুইন দেয়া হচ্ছে।

 

টাইমস/এসএন

Share this news on: