চাচার ভয়ে বাড়িছাড়া দুই শিশু : ব্যবস্থা নিতে মধ্যরাতে হাইকোর্টের আদেশ

বাবা মারা যাওয়ার পরে দুই শিশুকে আর বাড়িতে ঢুকতে দিচ্ছে না তাদের চাচা। অমানবিক এমন বিষয় নিয়ে শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনে টকশোতে আলোচনা করছিলেন অতিথিরা। বিষয়টি হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নজরে আসে। আর তাৎক্ষনিক ভাবে স্বপ্রণোদিত হয়ে সংশ্লিষ্ট বিষয়ে আদেশ দেন তিনি।

ওই টকশোতে অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। তিনি ওই দুই শিশুর বিষষে টকশোতে আলোচনা করছিলেন।

এ বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ গণমাধ্যমকে জানান, রাত সাড়ে এগারোটার দিকে একাত্তর টিভির একাত্তর জার্নালে আমি যুক্ত ছিলাম। অনুষ্ঠানে ‘বাবা মারা যাওয়ার পরে দুটি শিশুকে তার চাচা বাড়িতে ঢুকতে দিচ্ছেনা’ বিষয়ে আলোচনা চলছিল। আলোচনাটি হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নজরে আসে। এরপর তিনি ওই রাতেই সংশ্লিষ্ট বিষয়ে আদেশ দেন।

আদেশে দুই শিশুকে তাদের বাসায় নিরাপদে রেখে আসতে ধানমণ্ডি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান।

জানা গেছে, ওই দুই শিশু সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত ব্যারিস্টার কে এস নবীর নাতি। দুই শিশুর বাবা কিছুদিন আগে মারা গেছেন। এরপর দুই শিশুকে আর বাসায় ঢুকতে দিচ্ছে না তাদের চাচা।

এ ব্যাপারে ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে বলেন, আমরা খুব সুন্দর ভাবে দুই শিশুকে রাত দেড়টার দিকে তাদের বাসায় পৌঁছে দিয়েছি। এছাড়া শিশুর চাচার ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারী রাখা হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ