রাজশাহীতে দুই কোটি টাকার হেরোইনসহ একজন আটক

রাজশাহীর গোদাগাড়ীতে এক কেজি ৯৯০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। যার মূল্য প্রায় দুই কোটি টাকা। এ ঘটনায় রাজিবুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার রামনগর হেলিপ্যাড এলাকার রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।

আটক রাজিবুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিউ ইসলামপুর এলাকার কাঞ্চন মিয়ার ছেলে।

র‌্যাবের ভাষ্য, রাজিবুল মাদক বহনকারী। তার পেছনে বড় চক্র রয়েছে। এই চক্রের সন্ধান চালাচ্ছে র‌্যাব।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি আজমল হোসেন জানান, তাদের কাছে ওই এলাকার হেরোইনের বড় চালান হাতবদলের গোপন তথ্য ছিল। অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করেন র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। ওই সময় তার কাছে থাকা কাপড়ের তৈরি থলের ভেতর থেকে পাঁচটি প্যাকেটে এক কেজি ৯৯০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা।

তিনি আরও জানান, র‌্যাবের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: