শ্বশুরবাড়ির উঠোন খুঁড়ে মিলল নিখোঁজ গৃহবধূর লাশ

ছয় দিন নিখোঁজ থাকার পর শ্বশুরবাড়ির উঠোনের মাটি খুঁড়ে গৃহবধূ আফরোজার লাশ উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের মহেশখালীতে এ ঘটনা ঘটেছে। নিহত আফরোজা বেগম (২৪) হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া এলাকার মোহাম্মদ ইসহাকের মেয়ে।

শনিবার রাতে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মহেশখালী থানার ওসি আবদুল হাই গণমাধ্যমকে জানান, আফরোজার স্বামী রাকিব হাসান বাপ্পী চকরিয়া উপজেলার বদরখালী ডিগ্রি কলেজের প্রভাষক। রাকিব হাসান বাপ্পি উত্তর নলবিলা এলাকার হাসান বশিরের ছেলে।

ওসি আরও জানান, গত ১২ অক্টোবর শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ আফরোজা বেগম নিখোঁজ হয়েছেন বলে জানানো হয়। এ ঘটনায় আফরোজার বাবা মোহাম্মদ ইসহাক বাদী হয়ে রাকিব হাসান বাপ্পীকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালায় পুলিশ। পরে মহেশখালী থানা পুলিশ শনিবার রাত ১১টার দিকে শ্বশুরবাড়ির উঠোনের মাটি খুড়ে গৃহবধূ আফরোজার চাপা দেয়া লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে বাপ্পির সঙ্গে আফরোজার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। পারিবারিক কলহের জেরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাও হয়েছে।

মামলাকে কেন্দ্র করে বাপ্পির সঙ্গে তার স্ত্রী আফরোজার প্রায়ই ঝগড়া হতো। এরই জেরে গত ১২ অক্টোবর বাপ্পির মা রোকেয়া হাসান তার পুত্রবধূ আফরোজা নিখোঁজ হয়েছে বলে প্রচার করেন।

এর পর থেকেই আফরোজার স্বামী রাকিব হাসান বাপ্পি গা ঢাকা দেন। এতে পুলিশের সন্দেহ তৈরি হয়। পরে শ্বশুরবাড়ির উঠোনের মাটি খুঁড়ে গৃহবধূ আফরোজার লাশ উদ্ধার করা হয়।

 

টাইমস/এসএন

Share this news on: