তার অপসারণ স্থগিত, মাটির নিচ দিয়ে যাবে ইন্টারনেট ও ক্যাবল টিভির লাইন

অবশেষে ইন্টারনেট ও ক্যাবল টিভি সংযোগের তার মাটির নিচ দিয়ে নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) থেকেই নিজ খরচে মাটির নিচ দিয়ে তার নেয়ার কার্যক্রম শুরু করবে সংগঠন দুটির অধীন ব্যবসায়ীরা।

আইএসপিএবি ও কোয়াব মাটির নিচ দিয়ে তার নেয়ার শর্ত মেনে নেয়ায় ইন্টারনেট ও ক্যাবল টিভির তার অপসারণ অভিযান নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

রোববার ডিএসসিসির নগরভবনে মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে আইএসপিএবি ও কোয়াব নেতাদের বৈঠকে এ সমঝোতা হয়।

বৈঠকের পর এক ব্রিফিংয়ে মেয়র তাপস গণমাধ্যমকে বলেন, দক্ষিণ সিটির পক্ষ থেকে রাস্তায় কোনো ঝুলন্ত তার অপসারণ অভিযান স্থগিত করা হয়েছে। আইএসপিএবি ও কোয়াব নিজ খরচে মাটির নিচ দিয়ে তারের সংযোগ নেবেন বলে সম্মত হওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে। আগামী নভেম্বরের মধ্যেই এ কাজ তারা শেষ করতে না পারলে আবারো আমাদের অভিযান শুরু হবে।

এব্যাপারে আইএসপিএবি’র সভাপতি আবদুল হাকিম গণমাধ্যমকে বলেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়রের সঙ্গে বৈঠক হয়েছে। আপাতত আমরা ধর্মঘটে যাচ্ছি না।

 

টাইমস/এসএন

Share this news on: