মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল

মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা মূল্যায়নের পদ্ধতি বিষয়ে সিদ্ধান্ত আসবে আগামীকার। কোন পদ্ধতিতে এবারের মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা মূল্যায়ণ করা হবে তা জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার বেলা ১২টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় পরীক্ষাগ্রহণ করা ঝুঁকিপূর্ণ। তবে এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত ও পরিকল্পনা জানা যাবে আগামীকাল (বুধবার)।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সহসায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ