রায়হান হত্যা: আরেক পুলিশ সদস্য গ্রেপ্তার

সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান আহমদ হত্যার ঘটনায় হারুন অর রশিদ নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার সকালে মহানগর পুলিশ লাইনস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। এর আগে সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল টিটু চন্দ্র দাসকে ১৯ অক্টোবর গ্রেপ্তার করা হয়। তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

পিবিআই জানায়, ১০ অক্টোবর দিবাগত রাত তিনটার দিকে রায়হানকে কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। নির্যাতনে রায়হান মারা যান। এ ঘটনায় তার স্ত্রী তাহমিনা আক্তার পরদিন হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। মামলায় আসামির নাম উল্লেখ করা হয়নি।

মামলার পর মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে ওই ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁঞা, হাসান উদ্দিনসহ পাঁচ জনকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়। আকবর ১৩ অক্টোবর থেকে পলাতক আছেন।

আরও পড়ুন

‘সত্য কথা বললে বুকে গুলি করব, পিঠ দিয়ে বের হবে’

 

টাইমস/এইচইউ

Share this news on: