বগুড়ায় দেড় মণ গাঁজাসহ আটক ৩

বগুড়ার আদমদীঘি উপজেলায় বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইসুজু ট্রপার জিপ (ঢাকা মেট্রো ঘ-১১-৩৩৫৬) জব্দ করেছে পুলিশ।

আটকরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অলি উদ্দিনের ছেলে আলমগীর (২৮), টাংগাইল জেলার কালিহাতি উপজেলার আব্দুর রশিদের ছেলে আব্দুর রহিম (৩০) এবং বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার ইলিয়াস হোসেনের ছেলে রিপন (৫২)।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা থেকে গাঁজা বহনকারী একটি জিপ নওগাঁর বদলগাছি যাচ্ছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার নির্দেশনায় আদমদীঘি সার্কেলের এএসপি কেএম এরশাদের নেতৃত্বে অফিসার ইনচার্জসহ থানার একদল পুলিশ উপজেলার আদমদীঘি বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। জিপটি এলে সেটিকে চ্যালেঞ্জ করা হয়। সেই সঙ্গে তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এএসপি কেএম এরশাদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া এ মাদক চালানের মূলহোতাকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: