টাইফুন মোলাভির আঘাতে লণ্ডভণ্ড ভিয়েতনাম: নিখোঁজ ২৬

ভিয়েতনামে শক্তিশালী টাইফুন ‘মোলাভি’ আঘাত হেনেছে। সেন্ট্রাল ভিয়েতনামে টাইফুন মোলাভির আঘাতে এখন পর্যন্ত দুজনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

‘মোলাভি’ কে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন বলে আখ্যা দিয়েছে ভিয়েতনামের জাতীয় আবহাওয়া দপ্তর।

দেশটির আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বুধবার (২৮ অক্টোবর) দক্ষিণ-মধ্য নাগাই প্রদেশে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে আঘাত হানে টাইফুন ‘মোলাভি’। এতে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ২৬ জন জেলে।

নিখোঁজ জেলেদের সন্ধানে নৌ-বাহিনীর দুটি উদ্ধারকারী নৌকা অভিযান শুরু করেছে। কিন্তু বাতাসের গতিবেগ বেশি থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

টাইফুনের আঘাতে বহু গাছ-পালা উপড়ে গেছে। দেশটির নিচু এলাকায় প্লাবিত হয়েছে। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে টাইফুনের আঘাতে। এছাড়া বিমানের দুইশ’ ফ্লাইট স্থগিত করা হয়েছে।

এদিকে টাইফুনে ক্ষতিগ্রস্থদের ঘরে ঘরে গিয়ে সহায়তা পৌছে দেয়ার নির্দেশ দিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী।

 

টাইমস/এসএন

Share this news on: