করোনায় আক্রান্ত নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু

করোনায় আক্রান্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হলেও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এখনো সুস্থ রয়েছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

‘গেরিলা' খ্যাত একটি সিনেমা নির্মাণ করে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু দেশজুড়ে প্রশংসিত হন।

তিনি বলেন, আপাতত চিকিৎসকের পরামর্শ মতো চলছি। হাসপাতালেই চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা। ‘একাত্তরের যীশু' সিনেমা দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালনায় নাম লেখান। তার সর্বশেষ সিনেমা ‘আলফা’ ২০১৯ সালে মুক্তি পেয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: