গণতন্ত্রের জন্য আন্দোলনে শহীদ পরিবারের দায়িত্ব নেবে বিএনপি: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, যারা গণতন্ত্রের জন্য আন্দোলনে গিয়ে শহীদ হবেন, বিএনপি সরকার গঠন করলে সেসব শহীদদের পরিবারের ভাতার ব্যবস্থা করবে। আর যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, ওইসব পরিবারের দায়িত্বও নেবে বিএনপি।

শনিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একেএম ওয়াহিদুজ্জামানকে চাকরিতে পুনর্বহালের দাবি এবং জাতীয় নির্বাচনে জনগণের ভোট প্রদানে অনীহা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ।

এসময় শামসুজ্জামান দুুদু আরও বলেন, মুক্তিযোদ্ধারা ভাতা পান। এবং যৌক্তিক কারণেই তাঁরা ভাতা পান। তাহলে গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক যারা শহীদ হবে, তাদের পরিবার কেন ভাতা পাবে না? এটা নিশ্চিত করতে হবে এবং আগামীতে যখন বিএনপি সরকারে আসবে, তখন এটা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, আজ হোক, কাল হোক বিএনপি সরকারে আসবেই। আজকের মধ্যে যদি এই সরকারের পতন হয়, তাহলে পরশু দিন বিএনপি সরকার আসবে। যদি এক মাস পরেও হয়, তাহলেও বিএনপি সরকারে আসবে।

দুদু আরও বলেন, যারা এই সরকারের আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন, তারা সবাই পুনর্বহাল হবেন। শুধু স্বপদেই ফিরবেন না, তাদেরকে পদোন্নতি দিয়েই ফেরানো হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ