করোনা রোগীর জন্য সরকারের ব্যয় ১৫ থেকে ৪৭ হাজার টাকা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা আক্রান্ত সাধারণ রোগীর জন্য গড়ে সাড়ে ১৫ হাজার টাকা ও একজন আইসিইউ ইউনিটে থাকা রোগীর জন্য ৪৭ হাজার টাকা ব্যয় করেছে সরকার।

রোববার (০১ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) সম্পর্কে অংশীজনদের অবহিতকরণ’ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, করোনায় আক্রান্ত সাধারণ মানুষের জন্য সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে সরকার। কোভিড-১৯ পরীক্ষার জন্য নামমাত্র ফি নির্ধারণ করার পাশাপাশি সরকারি হাসপাতালে করোনা আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে।

সভায় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সরকার যতবারই ক্ষমতায় এসেছে ততবারই মানুষের কল্যাণে কাজ করে গেছে। যারা দেশের কল্যাণে কিছুই করতে পারেনি, তারা এখন শুধু সমালোচনা করছে। শত সমালোচনা ও বাঁধা উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা মোকাবিলায় সফল ভাবে কাজ করে যাচ্ছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ