‘আলাদিনের চেরাগ’ কিনে প্রতারিত ভারতীয় চিকিৎসক

আরব্য রজনীর অলৌকিক ক্ষমতাসম্পন্ন ‘আলাদিনের চেরাগ’র সন্ধান পেলে কে হাতছাড়া করতে চায়? কারণ গল্পকাহিনীর বিখ্যাত এই চেরাগে ঘষা দিলেই বের হয়ে আসে ইচ্ছাপুরণের দৈত্য।

তাই তো হাতের কাছে আলাদিনের চেরাগ দেখে লোভ সামলাতে পারেননি এক ভারতীয়। তিনি উচ্চমূল্যে ওই চেরাগটি কিনে নিয়েছেন। বিক্রেতারা অবশ্য তাকে বলেছিলেন, এটাই সেই আলাদিনের চেরাগ। যাতে ঘষা দিলেই ইচ্ছাপূরণের জ্বীন এসে তাঁর খাঁয়েশ মেটাবেন।

এসব কথা শুনে ভারতের উত্তরপ্রদেশের খারনগর এলাকার এক বাসিন্দা ওই চেরাগটি ক্রয় করেন। তিনি লন্ডন ফেরত একজন উচ্চ শিক্ষিত চিকিৎসক বটে। কিন্তু কল্পকাহিনীর আলাদিনের চেরাগ ভেবে প্রতারিত হয়েছেন তিনি। এ ঘটনায় চিকিৎসক লাকি খান বৃহ্মপুরী থানায় প্রতারণার অভিযোগ করেছেন।

অভিযোগে লাকি খান বলেছেন, ২০১৮ সালে সামিনা নামে এক মহিলা রোগী তার কাছে অপারেশন করাতে আসেন। এরপর সামিনার বাড়িতে মাঝেমধ্যেই ওই চিকিৎসক ক্ষতস্থান ড্রেসিং করতে যেতেন।

আটক দুই প্রতারক

একপর্যায়ে সামিনার বাড়িতেই ইসলামুদ্দিন নামে এক ব্যক্তি নিজেকে তান্ত্রিক হিসেবে পরিচয় দেন। চিকিৎসক লাকি খানের সঙ্গে ওই তান্ত্রিকের আলাপ হয়। এভাবেই তাদের মধ্যে চেনা-জানা বাড়তে থাকে।

একদিন তান্ত্রিক ইসলামুদ্দিন চিকিৎসক লাকি খানকে জাদুবিদ্যার মাধ্যমে কোটিপতি বানিয়ে দেয়ার প্রলোভন দেখায়। পরে ওই তান্ত্রিক আলাদিনের চেরাগ দেয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ভণ্ড ওই তান্ত্রিক চিকিৎসক লাকি খানকে বলেন, এটিই আলাদিনের আশ্চর্য চেরাগ। এই চেরাগে ঘষা দিলে যে কোনও ইচ্ছাপূরণ হয়ে যাবে। এমনকি আলাদিনের চেরাগ ব্যবহার করে ওই তান্ত্রিক জ্বীন হাজির করে চিকিৎসককে দেখায়। পরে চিকিৎসক কথিত আলাদিনের চেরাগ কিনতে রাজি হন।

এদিকে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ওই চেরাগের জন্য চিকিৎসকের কাছে দুই লাখ ডলার চেয়েছিল প্রতারকরা। পরে এটির দাম ৪১ হাজার ৬০০ ডলার নির্ধারণ করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৩৫ লাখের বেশি।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024