শিল্পকলা একাডেমির পরিচালক হলেন আফসানা মিমি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ পেয়েছেন নন্দিত অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ১১ নভেম্বর আফসানা মিমিকে তিন বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসান মাহমুদ জানান, একই সঙ্গে সৈয়দা মাহবুবা করিমকেও পরিচালক পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তবে নতুন নিয়োগপ্রাপ্ত দুজন কোন বিভাগের পরিচালক হবেন, সেটা এখনও নির্ধারণ করা হয়নি।

নতুন দায়িত্ব পেয়ে এক প্রতিক্রিয়ায় আফসানা মিমি বলেছেন, অনেক বড় দায়িত্ব। সঠিকভাবে যেন দায়িত্ব পালন করতে পারি সেই চেষ্টা অবশ্যই করব।

প্রসঙ্গত, হুমায়ুন আহমেদ রচিত কালজয়ী নাটক ‘কোথাও কেউ নেই’ এ অভিষেক হয় আফসানা মিমি’র। এরপর ৯০’র দশকে অসংখ্য নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন তিনি।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ