চবি ছাত্রলীগ সভাপতির বহিষ্কারের দাবিতে ২৯১ নেতাকর্মীর বিবৃতি

নারী কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলের বহিষ্কারের দাবি করেছে ছাত্রলীগের ২৯১ জন নেতাকর্মী। বুধবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে চবি ছাত্রলীগের চার উপগ্রুপের নেতাকর্মীরা এ দাবি জানান।

ছাত্রলীগের উপগ্রুপ গুলোর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি নারী কেলেঙ্কারিতে জড়িত। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও ক্যাম্পাসে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগও আছে। এসব কারণে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল শুধু বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে কলঙ্কিত করেননি, ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ছাত্রলীগকেও কলঙ্কিত করেছেন। এ কারণে সভাপতি রেজাউল হক রুবেলের বহিষ্কারের দাবি জানান তারা।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন, চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, সাবেক অর্থ সম্পাদক এস এম জাহেদুল আওয়াল, সাবেক শিক্ষা সম্পাদক আমির সোহেল, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম উদ্দীন ফয়সাল পারভেজ, প্রদীপ চক্রবর্তী দুর্জয়, নিয়াজ আবেদিন পাঠান, এইচ এম ইশতিয়াক, মোরশেদুল ইসলাম, মোহাম্মদ পারভেজ, মাহফুজুর রহমান প্রমুখ।

এ ব্যাপারে চবি ছাত্রলীগ সভাপতি বলেন, ‘ছাত্রলীগ নামধারী একটি গ্রুপ চবি ছাত্রলীগের বর্তমান কমিটি গঠনের পর থেকেই এই কমিটিকে বিতর্কিত করতে একের পর এক প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। আজ সারাদিন অনেক নেতা কর্মী, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। চবি ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মীরা কেউই ভিত্তিহীন এই বিবৃতি সম্পর্কে জানেন না।’

 

টাইমস/নওশাদ/এনজে

Share this news on: