পরমাণু কর্মসূচি জোরদারের করার আহ্বান ইরানি এমপিদের

ইরানের শীর্ষ স্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডের পর পরমাণু কর্মসূচি আরও বেগবান করার আহ্বান জানিয়েছেন ইরানের আইন প্রণেতারা। এর আগে একই দাবি জানিয়েছিল দেশটির সাধারণ মানুষ।

সোমবার দেশটির পার্লামেন্টের জরুরি অধিবেশনে আইন প্রণেতারা হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দেন।

এদিকে দেশটির পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের পরিদর্শনের অনুমতি না দেয়ার দাবি জানিয়েছেন দেশটির এমপিরা। ইরানের সব পার্লামেন্ট মেম্বাররা রোববার এক বিবৃতিতে এ দাবি জানান। এতে তারা বলেন, মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট।

ইরানি এমপিরা অভিযোগ করেন , ইসরাইল-যুক্তরাষ্ট্র ও তাদের দোসররা ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড করে এলেও তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। তাদের মদদেই প্রতিবেশী দেশ ইরাকের সঙ্গে দীর্ঘ আট বছর যুদ্ধ করতে হয়েছে ইরানের। ১৯৮৮ সালে শেষ হওয়া ওই যুদ্ধে ব্যাপক ক্ষতি হয়েছে দুই দেশেরই। তারা ইসরাইলের এ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ