কৃষক আন্দোলনে অবরুদ্ধ দিল্লি: সংহতি জানালেন ট্রুডো

কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল ভারত। দুদিন ধরে রাজধানী দিল্লি গোটা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দিল্লিতে প্রবেশের প্রধান সড়ক ও মহাসড়কগুলোতে সমবেত হয়েছেন লাখ লাখ কৃষক।

এদিকে ভারতের কৃষকদের আন্দোলনের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গুরু নানকের ৫৫১তম জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে কানাডার শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বেগ জানান তিনি।

টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে ট্রুডো বলেছেন, ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলন উদ্বেগজনক। আমার চিন্তা হয় ওইসব কৃষকের পরিবার ও বন্ধুদের নিয়ে। কৃষকদের যৌক্তিক সকল দাবির সঙ্গে কানাডা একমত রয়েছে।

জাস্টিন ট্রুডো

ভারতীয় আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতজুড়ে কৃষকদের বিক্ষোভ এবং বিরোধী দলগুলোর অনুরোধ উপেক্ষা করে গত ২৭ সেপ্টেম্বর কৃষি সংস্কার সংক্রান্ত বিতর্কিত তিনটি বিল পাস করে কেন্দ্র সরকার।

এরপর থেকে কৃষি আইনটি বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন দেশটির কৃষকরা। এমনকি সম্প্রতি মোদি সরকারের কৃষিনীতির বিরুদ্ধেও আন্দোলন শুরু হয়ে গেছে।

গত সপ্তাহে রাজধানী দিল্লি অভিমুখে লংমার্চ করেন দেশটির বিভিন্ন রাজ্যের কৃষক সংগঠনগুলো। দিল্লিতে প্রবেশের সড়ক ও মহাসড়কগুলো ছেয়ে গেছে লাখ লাখ কৃষকের পদচারণায়। কিন্তু দিল্লি প্রবেশের সব রাস্তা এরই মধ্যে বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার।

এতে এখন পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। আন্দোলনরত কৃষকদের ওপর পুলিশ কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করলেও অধিকার আদায়ে অনঢ় কৃষকরা। রাজধানী দিল্লিতে প্রবেশের সবগুলো রাস্তার মুখে অবস্থান নিয়েছে কৃষকরা। এতে কার্যত গোটা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দিল্লি।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024
img
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক May 03, 2024
img
অতি গরমের প্রভাব বাজারে, বেড়েছে মুরগি-সবজির দাম May 03, 2024
img
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে: ওবায়দুল কাদের May 03, 2024
img
শনিবার বন্ধ থাকবে ২৫ জেলার স্কুল-মাদরাসা May 03, 2024