ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুরেভি’

ঘূর্ণিঝড় নিভারের পর এবার ভারতের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় বুরেভি। বৃহস্পতিবার দুপুরে দেশটির কন্যাকুমারীতে এটি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায় বুধবার সন্ধ্যায় শ্রীলংকার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। রাতভর তান্ডব চালানোর পর ঘূর্ণিঝড়টি তামিলনাড়ুর দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কেরালা ও তামিলনাড়ুর কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে৷

ঝড়ের প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি, মাহে, কারইকানালে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপেও প্রবল বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণিঝড়পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

এদিকে ঘূর্ণিঝড় বুরেভির কোনো প্রভাব দেশের উপকূলে থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়াবিদরা।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ