গুগল ট্রানজিটের আওতায় ঢাকা শহর

‘গুগল ট্রানজিট’। গুগল ম্যাপে যুক্ত হওয়া নতুন ফিচার। গুগল ট্রানজিটের আওতায় এসেছে রাজধানী ঢাকা। এই ফিচারের মাধ্যমে রাজধানীতে চলাচলকারী বাস ও ট্রেনের রুট, স্টপিজ ও ভ্রমণের আনুমানিক সময়ও জানিয়ে দেয়া হবে সেবাপ্রার্থীদের।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) থেকে রাজধানীতে চলাচলকারী বাস ও ট্রেনের জন্য প্রাথমিকভাবে গুগল ট্রানজিট ফিচার চালু হবে।

কি আছে গুগল ট্রানজিটে?

গুগলের নতুন এই ফিচারের মাধ্যমে গণপরিবহনে ট্রানজিট ব্যবহারকারীরা নানা তথ্য জানতে পারবে। যেমন- কোন বাসের স্টপেজ কোথায়, কত দূরত্বে বাসের অবস্থান, কাঙ্খিত অবস্থানে পৌছতে বাসের কত সময় লাগবে, গন্তব্য যেতে কোন বাসে উঠতে হবে ইত্যাদি।

যেভাবে ব্যবহার করা যাবে গুগল ট্রানজিট

যেকোনো অ্যানড্রোয়েড ও আইওএস ডিভাইসে গুগল ট্রানজিট ফিচার খোলা যাবে। ফিচারটির সার্চ অপশনে গন্তব্য লিখতে হবে এবং ডিরেকশনস ট্যাপ করতে হবে কিংবা ‘গো’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ঠিক করতে হবে সোর্স ও ডেস্টিনেশন (গন্তব্য)।

এছাড়া পথ ও গন্তব্যসংক্রান্ত তথ্য জানতে ফিচারটির ট্রানজিট আইকন ট্যাপ করতে হবে। তারপর রুটের তথ্য পেতে রিকমেন্ডেড রুট ট্যাপ করুন। আর বাসের সময়সূচি ও গন্তব্য তালিকা জানতে ট্যাপ করুন যেকোনো বাসস্টপ আইকন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ