‘যত ষড়যন্ত্রই হোক নির্বাচন হবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই নয়া পল্টনে পুলিশের ওপর জঘন্য হামলা করা হয়েছে। তবে যত ষড়ন্ত্রই হোক নির্বাচন হবে।
ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বানচাল করার জন্য নয়াপল্টনে বিএনপি পরিকল্পিতভাবে নাশকতা চালিয়েছে। বিএনপি আবার প্রমাণ করলো তারা সন্ত্রাসী দল। এই দল নাশকতার দল। এই দল বোমা ও সন্ত্রাসের দল। এই দল নির্বাচন চায় না।
তিনি আরও বলেন, মির্জা আব্বাসের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এই সন্ত্রাসী হামলায় ১৩ জন পুলিশ সদস্য মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম বিতরণের তৃতীয় দিন বুধবার দুপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় নয়া পল্টনের সড়কে থাকা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের দুটি গাড়িতেও।

 

 

 

 

Share this news on: