কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে ৫ পাক সেনা নিহত

জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সীমান্তরক্ষীদের হামলায় ৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে হঠাৎ করে সীমান্তে পাক-ভারত সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পাকিস্তানের পাঁচ সেনা নিহত হন।

পুঞ্চ জেলার সীমান্তবর্তী স্থানীয়দের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন ইন্ডিয়া এখবর দিয়েছে।

ভারতের প্রতিরক্ষা দপ্তরের সূত্রে ট্রিবিউন ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার আকষ্মিক ভাবে পাক সেনারা মানকোট সেক্টরের পুঞ্চ জেলার সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় হামলা চালায়। এসময় ভারতীয় বাহিনী প্রতিরোধ গড়ে তুললে পাকিস্তানের ৫ সেনা নিহত হয়।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতীয় বাহিনীর পাল্টা হামলায় পাক সেনাদের বেশ কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্থ হয়েছে। দুই ঘণ্টা ধরে চলে উভয় পক্ষের গোলাগুলি। তবে পাকিস্তান ও ভারতের সেনা সূত্র এখন পর্যন্ত এ ঘটনায় অফিসিয়ালি মুখ খুলেনি।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ