ইসরাইলে আবারও রাষ্ট্রদূত নিয়োগ দিল তুরস্ক

দুই বছর পর আবারও ইসরাইলে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে তুরস্ক। ২০১৮ সালের মে মাসে ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় আঙ্কারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতার প্রতিবাদে তুরস্ক তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়।

কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের মে মাসে ইসরাইল তাদের রাজধানী তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে স্থানান্তর করে। ওই সময় মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই প্রতিবাদে ফিলিস্তিনিরা বিক্ষোভে ফেটে পড়ে।

ওই সময় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় তুরস্ক।

আল জাজিরা বলছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষে ৪০ বছর বয়সী উফুক উলুতাসকে ইসরাইল মিশনের দায়িত্ব দিয়েছেন এরদোগান।

উলুতাস খুবই মার্জিত, অত্যন্ত বুদ্ধিমান এবং ঘোর ফিলিস্তিনপন্থী কূটনীতিক। জেরুজালেম বিশ্ববিদ্যালয়ে হিব্রু এবং মধ্যপ্রাচ্য রাজনীতি নিয়ে উচ্চতর পড়াশুনা শেষ করা উফুক উলুতাস ইরানের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল। যে কারণেই ইসরাইলের মতো স্পর্শকাতর একই দেশে তাকে বেঁছে নিয়েছে এরদোগান।

 

টাইমস/এসএন

Share this news on: