বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিপর্যয়ের কবলে গুগল

গুগলের অ্যাপলিকেশনগুলোতে দেখা দিয়েছে প্রযুক্তিগত বিভ্রাট। ফলে ইউটিউব, জিমেইল, প্লে-স্টোরের সেবা পেতে বিড়ম্বনার শিকার হচ্ছেন ব্যবহারকারীরা।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে যুক্তরাজ্যে গুগলের সাইটগুলোতে ঢুকতে গিয়ে ত্রুটি ধরা পড়ে। এছাড়া গুগলের অন্যান্য সব অ্যাপলিকেশনে সমস্যা দেখা দিয়েছে।

জিমেইল, গুগল ড্রাইভ, অ্যান্ড্রয়েড প্লে-স্টোর, গুগল ম্যাপ, গুগল ক্যালেন্ডার, গুগল ডকস, গুগল শিটস, গুগল সাইটস, গুগল গ্রুপস, গুগল চ্যাটসহ গুগলের সব সেবা স্থবির হয়ে পড়েছে।

তবে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, গুগল ক্রোম ব্রাউজারে ইনকগনিটো মোডে কোনও অ্যাকাউন্ট থেকে সাইন ইন না করে ইউটিউবে ঢুকলে সেটি ঠিকমতোই কাজ করছে।

দ্য ভার্জ জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও জাপানে গুগলের সমস্যা ব্যাপক ভাবে দেখা গেছে। বাংলাদেশেও গুগলের সেবাগ্রহীতা অনেকেই সমস্যার কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, কয়েকদিন আগে বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিভ্রাটের কবলে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অ্যাপ্লিকেশন ‘মেসেঞ্জার’। এবার একই ধরণের সমস্যার শিকার হয়েছে গুগল।

 

টাইমস/এসএন

Share this news on: