পাকিস্তানে ধর্ষণ করলেই ‘নপুংসক’ করার আইন পাস

পাকিস্তানে ধর্ষণের শাস্তি হিসেবে ‘রাসায়নিক প্রয়োগে খোজাকরণ আইন’ পাস করা হয়েছে। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি দ্রুত বিচারের জন্য ধর্ষণবিরোধী অধ্যাদেশ ২০২০ এর অনুমোদন দিয়েছেন।

এখন থেকে পাকিস্তানে নারী বা শিশু ধর্ষণের ঘটনা প্রমাণিত হলেই অভিযুক্তকে রাসায়নিক প্রয়োগে আজীবনের মতো খোজা (পুরুষত্বহীন) করে দেয়া হবে।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এর খবরে বলা হয়েছে, যৌন নির্যাতনের শিকার নারীদের জন্য পাকিস্তানে বিশেষ আদালত গঠন করা হবে। যাতে দ্রুত বিচার নিশ্চিত করা যায়। বিশেষ আদালতকে চার মাসের মধ্যে বিচার কাজ শেষ করার বিধান রাখা হয়েছে নতুন এই অধ্যাদেশে।

ছবি- নপুংসক বা খোজাকরণ পদ্ধতি

এছাড়া এই অধ্যাদেশের আওতায় ভিকটিমের পরিচয় প্রকাশকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। পাশাপাশি পুলিশ বা সরকারি কোনো কর্মকর্তা যদি ধর্ষণের মামলার তদন্তে অবহেলা করেন, তাহলে তাদের তিন বছরের কারাদণ্ড ও জরিমানা করার বিধান রাখা হয়েছে। পাশাপাশি তদন্তে মিথ্যা তথ্য দিলে সরকারি কর্মকর্তা ও পুলিশকে আইনের আওতায় আনা হবে।

 

টাইমস/এসএন

Share this news on: