মেঘনায় ট্রলারডুবির ঘটনায় নারী-শিশুসহ নিখোঁজ ৮

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় সাত শিশু ও এক নারীসহ ৮ জন এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন- জাকিয়া বেগম (৫৫), হাসান (৭) নারগিস (৪), হালিমা (৪), লামিয়া (৩), নিহা (১), আমির হোসেন (২) ও আলিফ (১)।

মঙ্গলবার হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ডুবে যায় ট্রলারটি। ওই ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন গণমাধ্যমকে জানান, ভোলার মনপুরা উপজেলার কালাতলি গ্রামের শরীফ হোসেন বিয়ে করতে হাতিয়ার চানন্দি ইউনিয়নের পূর্ব আজিম নগর গ্রামে আসেন। বিয়ের পর চানন্দি ঘাট থেকে বেলা ৩ টার দিকে মনপুরার কালাতলি গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন। ট্রলারটি মেঘনার চরে ধাক্কা লেগে ডুবে যায়।

এ ঘটনায় বুধবার (১৬ ডিসেম্বর) পর্যন্ত নববধূসহ ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- বিয়ের কনে হাতিয়ার চানন্দি ইউনিয়নের আজিমনগর গ্রামের মো. ইব্রাহিমের মেয়ে তাসলিমা বেগম (২২), নোয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের আকবর হোসেনের মেয়ে আফরিন আক্তার লামিয়া (২) একই গ্রামের আলমগীরের মেয়ে লিলি আক্তার (৮) ও আক্তার হোসেনের মেয়ে আছমা বেগম (১৯), হাতিয়া উপজেলার নাছিরপুর কালাদুর বাজার এলাকার ফয়েজ উল্লাহর মেয়ে হোসনে আরা বেগম রুপা (৫), হাতিয়ার পূর্ব আজিমনগর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী রাহেনা বেগম (৩০) এবং একই গ্রামের খোরশেদ আলমের স্ত্রী নুর জাহান (৬৫)। এঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

 

টাইমস/এসএন

Share this news on: