লেবানিজ শিশুর মুরগীর ভয়ে ইসরাইলি সেনাদের গুলিবর্ষণ (ভিডিও)

লেবাননের দক্ষিণাঞ্চলে মেইস আল-জাবাল নামে একটি গ্রামের ৯ বছরের শিশু হুসেইন চারতৌনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা গেছে, ইসরাইলের সীমান্তঘেঁষা লেবাননের গ্রামটি থেকে দৌড়ে একটা মুরগী ইসরাইলি সেনাদের দিকে তেড়ে আসছে। এতে ভয় পেয়ে আকাশের দিকে ফাঁকা গুলিবর্ষণ শুরু করে ইসরাইলি সেনারা। এক পর্যায়ে সেনারা মুরগীটি ধরে নিয়ে যায়।

এ সময় লেবাননের ৯ বছর বয়সী শিশু হুসেইন চারতৌনি সেনাদের কাছে গিয়ে তার মুরগী ফেরত চাইলেও ইসরাইলি সেনারা মুরগী ফেরত দিতে অস্বীকার করে।

মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই ভিডিও প্রচার করা হয়েছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়েছে।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাদের ভয় পাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। অনেকেই ইসরাইলি বাহিনী সাহসিকতা নিয়ে ট্রল শুরু করেছেন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এমন উত্তেজনাকর মুহুর্তে সীমান্ত অতিক্রম করে সশস্ত্র ইসরাইলি সেনাদের কাছ থেকে মুরগী ফেরত নেয়ার ঘটনায় লেবানিজ শিশুটির সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ অন্তর্জাল ব্যবহারকারীরা।

ভিডিও দেখুন- 

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ