পাকিস্তানে বিমান হামলার প্রস্তুতি ভারতের

পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করেছে ভারত। বিষয়টি আঁচ করতে পেরে প্রতিরক্ষামূলক জোর প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক এ খরব দিয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এ দাবি করেছেন।

এদিকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়িদ ইউসুফ বলেছেন, পাকিস্তান সুর্নিদিষ্ট ও বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে যে, ভারত ফের ইসলামাবাদে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর চেষ্টা করছে।

অপরদিকে উপসাগরীয় অঞ্চলে দ্বিতীয় দিনের সফরে পাক পররাষ্ট্রমন্ত্রী কোরেশি বলেন, পাকিস্তানের গোয়েন্দাদের সূত্রে জানতে পেরেছি যে, ভারত পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরিকল্পনা করেছে। ভারতীয় কর্তৃপক্ষ সার্জিক্যাল স্ট্রাইকের অনুমোদনও দিয়েছে।

কোরেশি আরও বলেন, ভারত তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে বিশ্ববাসীর দৃষ্টি ঘোরাতে পাকিস্তানে হামলা চালিয়ে উস্কানী দেয়ার পরিকল্পনা করেছে। কিন্তু পাক বাহিনী তাদের সেই চেষ্টা সফল হতে দেবে না।

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে হামলা চালায় ভারতীয় যুদ্ধবিমান।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ