ভারতীয় বাহিনীর কামানের গোলায় পাক নারী নিহত

কাশ্মীরে ভারতীয় বাহিনীর কামানের গোলায় এক পাকিস্তানি নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভারত আকষ্মিক ভাবে কামান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান সেনা বাহিনী।

পাক সেনা বাহিনীর দাবি, হটস্প্রিং ও জনত্রোদ সেক্টরে বিনা উস্কানিতে ভারতীয় বাহিনী ভারী অস্ত্র ও মর্টারের গোলা ছুড়েছে। এতে পাকিস্তানের বেশ কিছু বেসামরিক লোক আহত হয়েছেন। নিহত হয়েছেন এক নারী।

অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী। তাদের দাবি, সীমান্তে পাকিস্তানী সেনারা একের পর এক বিনা উস্কানিতে হামলা চালাচ্ছে।

প্রসঙ্গত, ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে জম্মু-কাশ্মীর নিয়ে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে এখন পর্যন্ত তিনবার যুদ্ধ হয়েছে। এছাড়া জম্মু-কাশ্মীরের অধিকার নিয়ে ভারত-পাকিস্তানের বিরোধ বছরের পর বছর ধরে চলছে। সর্বশেষ ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর এ অঞ্চলে নতুন করে সীমান্ত সংঘাত বেড়েছে। প্রতিদিনই কোনো না কোনো এলাকায় হতাহতের ঘটনা ঘটছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ