সপ্তাহের শুরুতেই বাড়বে শীত, থাকবে কয়েকদিন

আগামী রোববার সপ্তাহের শুরু থেকেই বাড়বে শীতের তীব্রতা। কমে যাবে তাপমাত্রা। আসছে সপ্তাহে রাত ও দিনের তাপমাত্রা গড়ে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে, যা টানা কয়েকদিন একই রকম থাকতে পারে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আবহাওয়া অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়ার রিপোর্টে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ও টেকনাফে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে। তবে শীতের তীব্রতা কমবে না। সেই সঙ্গে দেশের বিভিন্ন এলাকা ও নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস বলছে, উপমহাদেশীয় উচ্চচাপবলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। যার ফলে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সৃষ্টি হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: