রাজধানীতে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ গ্রেপ্তার ৬

রাজধানী দক্ষিণখান থানা এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ চোরাচালান চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন- মাসুদ রানা (২৪), ছফির উদ্দিন শানু (৫০), তমজিদুল ইসলাম (৩৪), আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল চোরাচালান চক্রের সদস্যদের গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে রাজধানীর দক্ষিণখান থানাধীন ৫০নং ওয়ার্ডের গুলবার মুন্সি স্মরণী রোড এলাকা থেকে আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ কেজি ৯৬ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা।

র‌্যাবের কাছে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, বিশ্বে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে। যে কারণে দেশের বিভিন্ন স্থান থেকে তারা সাপের বিষ সংগ্রহ করে আসছে। এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক চোরাকারবারিদের যোগসাজশ রয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: