ছেলের নির্যাতনে পালিয়ে বেড়াচ্ছেন বৃদ্ধ বাবা মা

রংপুরের পীরগাছায় ছেলের নির্যাতনে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য কাজী আব্দুস সাত্তার ও তার স্ত্রী রোকেয়া বেগম। গত ২৪ জুলাই থেকে অসহায় স্বামী-স্ত্রী নিজ বাড়িতে ঢুকতে পারছেন না।

মাদক ব্যবসায়ী ছেলে মামুনুর ইসলাম শান্তর (২৭) বিরুদ্ধে পীরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় ওয়ারেন্ট থাকলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছেনা। ফলে অসহায় বাবা-মা প্রতিকার চেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

জানা গেছে, উপজেলার মকরমপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য কাজী আব্দুস সাত্তারের দুই ছেলে ও ছয় মেয়ের মধ্যে বড় ছেলে প্রবাসী। মেয়েদের বিয়ে দিয়েছেন। ছোট ছেলে মামুনুর ইসলাম শান্তকে নিয়ে চলছিল তাদের সংসার। গত দুই বছর থেকে শান্ত অসামাজিক কার্যকালাপে জড়িয়ে পড়েন। এ নিয়ে বাবা মা প্রতিবাদ করলেই শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। মামুনুর বাড়িতে গড়ে তুলেছেন মাদকের আঁখড়া।

গত ১৬ মে বৃদ্ধ বাবা-মাকে হাত-পা বেঁধে বদ্ধ ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করলে এলাকাবাসী পুলিশে খবর দিয়ে তাদের উদ্ধার করে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েও কোনো কাজ না হওয়ায় আদালতে ছেলের বিরুদ্ধে মামলা করেন আব্দুস সাত্তার। শান্তর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও পুলিশ তাকে গ্রেপতার করতে পারেনি। ফলে দীর্ঘ পাঁচমাস ধরে ছেলের ভয়ে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বাবা মা।

স্থানীয়রা জানায়, শান্ত সারাদিন এলাকাতেই থাকেন। সে এখনো মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদিকে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, তাকে গ্রেপতারে চেষ্টা চলছে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: