ইসরাইলি ক্ষেপনাস্ত্র হামলায় সিরিয়ায় ৬ ইরানি মিলিশিয়া নিহত

ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার সিরিয়ায় অন্তত ছয়জন ইরান-সমর্থিত যোদ্ধা প্রাণ হারিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাহিনীর সমর্থনে এসব বিদেশী যোদ্ধারা দেশটিতে অবস্থান করছে।

বার্তা সংস্থা এএফপি বলছে, লেবাননের আকাশ থেকে নিক্ষেপ করা ইসরাইলি ক্ষেপণাস্ত্র সিরিয়ার হামা প্রদেশে আঘাত হানে। হামলার স্থানে ইরান-সমর্থিত মিলিশিয়ারা অবস্থান করছিল।

তবে সিরীয় বার্তা সংস্থা সানা বলছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুল রহমান বলেন, সরকারি গবেষণা কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। ওই গবেষণা কেন্দ্রে ইরানি বিশেষজ্ঞরা কাজ করছে বলে ধারণা করেছে ইসরাইল। যদিও এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

রামি আবদুল রহমান জানান, সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার হামা প্রদেশের মাসাফের ওই গবেষণা কেন্দ্রে একাধিকবার হামলা চালিয়েছে ইসরাইল। কারণ তারা মনে করে, ওই গবেষণা কেন্দ্রে ইরানের গবেষকরা রয়েছেন।

 

টাইমস/এসএন

Share this news on: