মধ্য আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় ৩ শান্তিরক্ষী নিহত

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে অজ্ঞাত অস্ত্রধারীর হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ৩ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। নিহতরা বুরুন্ডির সেনাবাহিনীর সদস্য।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জাতিসংঘ সদর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অতর্কিত এ হামলার কয়েক ঘণ্টা পর দেশটির সরকারের বিরুদ্ধে বিদ্রোহীরা একজোট হয়ে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে। একইসঙ্গে রোববার দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন স্থগিতের দাবিও জানিয়েছে বিদ্রোহীরা।

এদিকে হামলার পরে এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, মধ্য কেমো অঞ্চলের দেকোয়া এবং দক্ষিণ এমবোমো এলাকার বাকৌমায় আলাদাভাবে জাতিসংঘ শান্তিরক্ষীর পাশাপাশি মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সেনাবাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে।

 

টাইমস/এসএন

Share this news on: