ইরানে তুষারপাতে ১১ পর্বতারোহীর মৃত্যু

ইরানে তুষারপাতের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ১১ পর্বতারোহী। রাজধানী তেহরানের উত্তরাঞ্চলের আলবর্জ পর্বতমালায় এ দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক ও পর্বতারোহীদের প্রশিক্ষক রয়েছেন।

পার্স টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৫ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের ঘটনায় গভীর শোক জানিয়েছে ইরানের সরকার।

পার্স টুডে বলছে, শুক্রবার পর্বতে অবস্থিত ক্যাবল কার ভেঙে যাওয়ার কারণে উঁচু রিসোর্টে আটকা পড়েন শতাধিক মানুষ। তারপর থেকে পর্বতের ঝুঁকিপূর্ণ জায়গায় নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল। এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। কিন্তু ভারী তুষারপাতের কারণে অভিযান ব্যাহত হচ্ছে। এ পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: