২০২০ সালের সবচেয়ে নিন্দিত দেশ ইসরাইল

এ বছর ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) অসংখ্য নিন্দা প্রস্তাব পাস হয়েছে। গত সপ্তাহেই ইসরাইলের বিরুদ্ধে দুটি নিন্দা প্রস্তাবসহ জাতিসংঘে মোট ১৭টি নিন্দা প্রস্তাব পাস হয়েছে। এর ফলে ২০২০ সালের সবচেয়ে নিন্দিত রাষ্ট্রের কুখ্যাতি অর্জন করেছে ইসরাইল।

জাতিসংঘের কার্যক্রম পর্যবেক্ষণকারী জেনেভাভিত্তিক বেসরকারি সংস্থা ইউএন ওয়াচের বরাতে আল জাজিরা বলছে, ২০২০ সালে জাতিসংঘ সবচেয়ে বেশি নিন্দা করেছে ইসরাইলকে। এর মধ্যে উত্তর কোরিয়া, সিরিয়া, ইরান ও মিয়ানমারের বেলায় নিন্দা প্রস্তাব এসেছে একটি করে। দুটি নিন্দা প্রস্তাব এসেছে ক্রিমিয়ার বিরুদ্ধে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিন্দা প্রস্তাবের সংখ্যা বিবেচনায় ২০২০ সালে সবচেয়ে নিন্দিত দেশ হয়েছে ইসরাইল। কারণ করোনা মহামারীর মধ্যেও ফিলিস্তিনে দমন-পীড়ন অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল।

পৃথিবীর কঠিন এই সময়েও ফিলিস্তিন ও সিরিয়ার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন ও স্থাপনায় হামলা চালিয়েছে নেতানিয়াহুর দেশ। এছাড়া গোলান মালভূমিতে অবৈধ দখলদারি ধরে রাখা ও সেখানে অবৈধ বসতি স্থাপন অব্যাহত রেখেছে ইসরাইল।

 

টাইমস/এসএন

Share this news on: