না ফেরার দেশে এ আর রহমানের মা

ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের মা করীমা বেগম মারা গেছেন। চেন্নাইর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন করীমা বেগম । সেখানেই সোমবার তার মৃত্যু হয়।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ২৮ ডিসেম্বর একটি ছবি পোস্ট করে মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এ আর রহমান নিজেই। 

চলতি বছর করোনাতেও আক্রান্ত হয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ এ আর রহমানের মা। পরে সেরেও উঠেছিলেন। বার্ধক্যজনিত কারণে করীমা বেগমের মৃত্যু হয় বলে জানা গেছে।

এক সাক্ষাৎকারে এ আর রহমান জানিয়েছিলেন, মার সিদ্ধান্তেই তিনি সংগীত জগতে এসেছেন। মাত্র একাদশ শ্রেণিতেই স্কুল থেকে ছাড়িয়ে তাকে সংগীতের সঙ্গে সখ্য তৈরি করে দেন মা। সন্তান সংগীত জগতে অনেক উঁচুতে উঠবেন এটা মায়েরই বিশ্বাস।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: