ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল : বিচার চাইলেন ভিকটিম

রাজধানীতে ধর্ষকের শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। শনিবার (২ জানুয়ারি) বাংলাদেশে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাবে) সংবাদ সম্মেলন করেন ভিকটিম।

সংবাদ সম্মেলনে ভিকটিম নারী জানান, আলী হোসেন কৌশলে তাকে ধর্ষণ করে এবং গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই নারীকে বিভিন্ন সময়ে হয়রানি করে আলী হোসেন।

সংবাদ সম্মেলনে ভিকটিম নারী আরও অভিযোগ করেন, ধর্ষণের ফলে তিনি গর্ভবতী হয়ে পড়লে আলী হোসেন জোরপূর্বক তার গর্ভপাত করায়। এসব ঘটনার প্রতিকার চেয়ে গত ১৯ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভিকটিম নারী।

মামলা করার পর থেকে আলী হোসেনের লোকজন ওই নারীকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। ভিকটিম নারী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন।

 

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: