পশ্চিমা দেশের তৈরি ভ্যাকসিনের ওপর ইরানের নিষেধাজ্ঞা

করোনাভাইরাসে উচ্চ মৃত্যুহারের মধ্যেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে ফাইজার এবং অক্সফোর্ডের টিকা আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সরকার।

শুক্রবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক বার্তাসংস্থা সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়, পশ্চিমা দেশগুলোতে তৈরি করোনার ভ্যাকসিনের ওপর বিশ্বাস নেই বলে মন্তব্য করেছেন খামেনি। একইসঙ্গে এসব ভ্যাকসিন যেন কোনোভাবেই দেশে ঢুকতে না পারে সে ব্যাপারেও নির্দেশ দেন তিনি।

গত মাসের শেষ দিকে ইরান তাদের নিজস্বভাবে তৈরি কোভিড-১৯ টিকা মানবদেহে পরীক্ষা করতে শুরু করেছে । এই টিকা দিয়েই ইরানে করোনাভাইরাসকে পরাস্ত সম্ভব হবে বলে ধারনা তাদের।

২০১৯ সালের শেষদিকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে ইরানের এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৯৩৩ জনের। আর আক্রান্ত হয়েছেন প্রায় ১৩ লাখ মানুষ।

 

টাইমস/এসজে

Share this news on: