ইন্দোনেশিয়ায় ৬২ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ৬২ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুরে রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সেটি জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাক যাচ্ছিল। বিমানটি দেশটির শ্রীবিজয়া এয়ার লাইন্সের।

পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা ইরাওয়াতী বলেন, পশ্চিম কালিমান্টান প্রদেশ থেকে বোর্নিও দ্বীপের পন্টিয়ানাকের উদ্দেশে যাত্রা করে যোগাযোগ হারিয়ে ফেলে বিমানটি। এ মুহূর্তে বিষয়টি নিয়ে সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি এবং ট্রান্সপোর্ট সেফটি অথরিটির সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

এদিকে শ্রীবিজয়া এয়ার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, তারা এখনো ফ্লাইট এসজে-১৮২ সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। সেটির বিষয়ে কোনো বিবৃতি দেওয়ার সময় এখনো আসেনি।

স্থানীয় মেট্রো টিভি জানায়, বিমানে ৬২ জন আরোহী ছিল। যার মধ্যে ৭ শিশু। ক্রু ছিলেন ৬ জন। ট্র্যাকিং সার্ভিসের তথ্য অনুযায়ী বোয়িং ৭৩৭-৫০০ মডেল বিমানটি ২৭ বছর পুরানো।

 

টাইমস/এসজে

Share this news on: