পশ্চিমবঙ্গে বিনামূল্যে ভ্যাকসিন দেয়ার ঘোষণা মমতার

ভারতজুড়ে প্রথম দফায় ৩০ কোটি করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে আগামী শনিবার (১৬ জানুয়ারি) থেকে। এর মধ্যে পশ্চিমবঙ্গ পাচ্ছে ১০ লাখ ৮০ হাজার ভ্যাকসিন। আর এই ভ্যাকসিন পশ্চিমবঙ্গবাসীকে বিনামূল্যে দেয়ার ঘোষণা করেছেন মমতা সরকার।

কেন্দ্রীয় সরকারের পক্ষে শনিবার (৯ জানুয়ারি) এমন নির্দেশনা আসার পর রোববার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তি জারি করেছে মমতা সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, রাজ্যের সব মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এ ভ্যাকসিন পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। মোট ৪৭টি ভ্যাকসিন ভ্যানের মাধ্যমে প্রথম দফায় পশ্চিমবঙ্গে ১০ লাখ ৮০ হাজার ভ্যাকসিন রাজ্যের বিভিন্ন জেলায় পাঠানো হবে।

ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তির ভিত্তিতে পুনের গবেষণাগারে সিরাম তৈরি করেছে ‘কোভিশিল্ড’। যা অক্সফোর্ড ভ্যাকসিনের অনুরূপ হলেও সম্পূর্ণ সমতুল্য নয়। তাই সেটি ভারতীয় সংস্থার নির্মিত হিসেবেই বিবেচিত। অন্যদিকে, হায়দরাবাদের ভারত বায়োটেক সংস্থার ‘কোভ্যাকসিন’ সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিন।

প্রথম পর্যায়ে প্রত্যেকেই ভ্যাকসিন পাবে বিনামূল্যে। তা কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারও রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়ার কথা ঘোষণা করেছে।

মূলত, ১৬ জানুয়ারি থেকে শুরু ভ্যাকসিন দেয়ার প্রথম পর্যায়ে যে ৩০ কোটি ভ্যাকসিন আসবে তা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হবে স্বাস্থ্যকর্মী, ডাক্তার, পুলিশ, সাফা‌ইকর্মীদের মতো প্রথমসারির করোনা যোদ্ধাদের। এ সংখ্যা তিন কোটি। এর পরবর্তী পর্যায়ে ২৭ কোটি ভ্যাকসিন বিলিয়ে দেয়া হবে দেশের পঞ্চাশোর্ধ্ব সাধারণ মানুষ এবং জটিল রোগ থাকা ৫০ বছরের কম বয়সীদের।

 

টাইমস/এসজে/এসএন

 

 

Share this news on: