বিজিবির বাঁধায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা বন্ধ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১০ জানুয়ারি মৌলভীবাজারের জুড়ি উপজেলার বুটলী ফুলতলা সীমান্তে শূণ্যরেখার ১৫০ গজের ভিতরে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। এসময় বিজিবি প্রতিবাদ জানালে নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

বিজিবি ফুলতলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার গাজী শহীদুল গণমাধ্যমকে জানান, মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বুটলী ফুলতলা এলাকায় দুটি স্থানে (ভারতের ত্রিপুরা রাজ্যের রাঘনা এলাকায়) শূণ্যরেখা থেকে ১৫০ গজের ভেতর প্রায় ৭০০ মিটার জায়গায় বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। এতে বিজিবি আপত্তি জানানোয় সীমান্তে সাময়িক উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বিএসএফ ও বিজিবি সীমান্তে সতর্ক অবস্থান নেয়।

পরে দুই দেশের বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির আপত্তিতে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্তের শূণ্যরেখা থেকে ১৫০ গজের বাইরে বেড়া নির্মাণে কোনো আপত্তি নেই। কিন্তু বিএসএফ আন্তর্জাতিক আইন না মেনে সীমান্তের শূণ্যরেখার ১৫০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়। যে কারণে বিজিবি ওই নির্মাণ কাজের প্রতিবাদ করে।

 

টাইমস/এসএন

Share this news on: