চিরকুটে মাকে ‘সরি’ লিখে চুয়াডাঙ্গায় যুবকের আত্মহত্যা

চুয়াডাঙ্গায় চিরকুট মাকে ‘সরি’ লিখে মিরাজুল হাসান তুষার নামে এক মেডিকেল অ্যাসিসটেন্ট আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে জেলা শহরের সাদেক আলী মল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মিরাজুল হাসান তুষার একই পাড়ার আবেদ হাসানের ছেলে এবং স্থানীয় ইম্প্যাক্ট মাসুদুল হোম মেমোরিয়াল কমিউনিটি সেন্টারের মেডিকেল অ্যাসিসট্যান্ট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে সিলিংফ্যানে ঝুলন্ত অবস্থায় মিরাজুল ইসলাম তুষারের লাশ দেখতে পায় তার মা তরুলতা বিশ্বাস। পরে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিরাজুল ইসলামের ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করে। চিরকুটে লেখা রয়েছে- ‘আমি এএসএম মিরাজুল ইসলাম (তুষার) স্বজ্ঞানে-স্বেচ্ছায় নিজের সম্পূর্ণ ইচ্ছায় আত্মহত্যার পথ বেছে নিলাম। এই আত্মহত্যার পেছনে কারো এক বিন্দু পরিমাণ কোনো দোষ নেই।’

সুইসাইড নোটের নিচের দিকে ফাঁকা জায়গায় মিরাজুল ইসলাম তার মাকে উদ্দেশ্যে লিখেছেন ‘সরি মা। রাত ১২টা ৪০ মিনিট।’

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান গণমাধ্যমকে জানান, পারিবারিক কলহের জেরে তুষার আত্মহত্যা করেছেন। এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: