চট্টগ্রামে নির্বাচনি সহিংসতায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

চট্টগ্রামের দেওয়ানবাজার এলাকায় নির্বাচনি প্রচারণার সময় ছুরিকাঘাতে আশিকুর রহমান নামে আহত ছাত্রলীগের এক কর্মী মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন। নিহত রোহিত এবং হামলাকারীরা ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী শহীদুল আলমের অনুসারী।

শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকুর রহমান রোহিত নামের ২০ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়।

গত ৮ জানুয়ারি আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিমের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে নগরীর দেওয়ানবাজার এলাকায় ছাত্রলীগ কর্মী রোহিতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় রোহিতের মৃত্যু হয়। হত্যাকারীর বিচার চেয়েছেন স্বজনরা।

এদিকে, নেজাম উদ্দিন আরও বলেন, রোহিত নগরীর বেসরকারি এমইএস কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর হামলা হয়েছিল। রোহিতের ভাই জাহিদুর রহমান তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: