পৌরসভা নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি : ইসি মাহবুব তালুকদার

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সাভার পৌরসভার তিনটি কেন্দ্র পরিদর্শন করে আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের দেয়া এক লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন।

মাহবুব তালুকদার বলেন, বেলা ১টা পর্যন্ত তিনি সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন করেছেন। যেখানে সাত হাজার ৩১১ জন ভোটারের মধ্যে এক হাজার ২৩২ জন ভোট দেন। ৩টি বুথে ৩ জন বিরোধীদলীয় প্রার্থীর পোলিং এজেন্ট থাকলেও অন্য কোথাও এজেন্ট ছিলেন না। এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না বলে মন্তব্য করেন তিনি।

পৌরসভা নির্বাচনে ক্রমাগত সহিংসতা বেড়েই চলছে বলে উদ্বেগ প্রকাশ করেন নির্বাচন কমিশনার। বলেন সহিংসতা ও নির্বাচন একসঙ্গে চলতে পারে না। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয় বলেও মনে করেন এই কর্মকর্তা।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: