'যারা "সিদ্ধান্ত"কে স্বিদ্ধান্ত লেখে তারা ত অটো পাশ দাবি করবেই'

এসএসসি পরীক্ষায় অটোপাশ চেয়ে প্রেস ক্লাবের সামনে করা মানববন্ধের ব্যানারে 'সিদ্ধান্ত' বানানে ভুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় 'সেশন জট নিয়ে এসএসসি নয় ফেব্রুয়ারির মধ্যে অটো পাশের স্বিদ্ধান্ত (সিদ্ধান্ত) চাই' শিরোনামের ব্যানার নিয়ে মানবন্ধন করে কিছু শিক্ষার্থী। যেখানে দেখা যায়, ব্যানারে 'সিদ্ধান্ত' লিখতে গিয়ে ভুল বানান "স্বিদ্ধান্ত" লেখা হয়।

আরও পড়ুন ঃ অটোপাসের দাবি এসএসসি পরীক্ষার্থীদের

এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনার। মানববন্ধনের একটি ছবি শেয়ার করে বিল্লাল হোসেন সাগর নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেন, 'সেশনজট নিয়ে এসএসসি নয়, ফেব্রুয়ারির মধ্যে অটো পাশের দাবিতে প্রেসক্লাব মানববন্ধন করছে কিছু মেধাবী শিক্ষার্থী। যদিও  সিদ্ধান্ত বানান ভুল'।

আবার বাংলাদেশ টাইমসের ফেসবুক পাতায় এই খবরের নিচে শাওন নামের একজন মন্তব্য করে বলেন, 'তারা অটো পাশেরও যোগ্য না। সিদ্ধান্ত বানানে ভুল।'

ফয়সাল আহমেদ নামের আরেকজন সমালোচনা করে মন্তব্য করেন, 'যারা সিদ্ধান্ত কে স্বিদ্ধান্ত লেখে তারা ত অটো পাশ দাবি করবেই।'

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে মার্চ মাসের মাঝামাঝিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বাংলাদেশ সরকার। এরপর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভার্চুয়ালি ক্লাস নেয়ার চেষ্টা করলেও নানা প্রতিবন্ধকতায় তা সবার কাছে পৌঁছায়নি। তাই সেশন জটের ঝামেলা থেকে মুক্ত থাকতে পিইসি ও জেএসসি পরীক্ষা ওপর মূল্যায়ন করে অটোপাশের দাবি জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধ করে কিছু শিক্ষার্থী।

 

টাইমস/আরএ

 

Share this news on: