সহপাঠীদের পরীক্ষার সুযোগ না দেয়ায় আন্দোলনে চবি শিক্ষার্থীরা

উপস্থিতির হার কম থাকায় পরীক্ষায় বসতে পারেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ১১ শিক্ষার্থী। প্রতিবাদে পরীক্ষা বর্জন করেছে বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা।

বুধবার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে ইন্সটিটিউটের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তারা।

শিক্ষার্থীরা জানায়, দীর্ঘ দুই বছর পর কয়েক দফা আন্দোলন ও স্মারকলিপি প্রদানের পর পরীক্ষার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ২০ জানুয়ারি পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু এ পরীক্ষাতে ১১ জন শিক্ষার্থীকে ক্লাসে উপস্থিতির হার কম থাকায় পরীক্ষায় অংশ নিতে দেয়া হয়নি।

তারা আরও জানান, শুধু একটি কোর্স বিবেচনা করে অ্যাটেন্ডেন্স হিসেব করা হয়েছে। যদি এখন তাদের পরীক্ষা দিতে দেয়া না হয়, তাহলে তারা তিন বছর পিছিয়ে পড়বে।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর রবিউল হাসান ভুইঁয়া বলেন, ‘আমার কাছে কয়েকজন শিক্ষার্থী এসেছে। তাদের সকলের উপস্থিতির হার ৬০ শতাংশের কম। তাদের অনুপস্থিতির কারণ আমরা শুনেছি। মানবিক দিক বিবেচনায় তাদের শিক্ষকদের বলেছি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে। আগামীতে অনুপস্থিত না থাকার বিষয়ে তাদের থেকে অঙ্গীকার নামায় স্বাক্ষর নেয়া হবে।’

 

টাইমস/নওশাদ/এনজে/এসএন

Share this news on: